September 10, 2024, 6:22 am
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান সহ ব্যাংক বীমা, অফিস আদালত ও প্রতিটি দপ্তরে ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে। দেশের মানুষ এখন ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সব ধরনের কাজেই সুযোগ সুবিধা ভোগ করছে।
তিনি আরও বলেন, বর্তমানে দেশের কৃষক থেকে শুরু করে প্রতিটি স্তরে স্মার্ট পদ্ধতি চালু করা হয়েছে। যার ফলে বাংলাদেশ এখন বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোরবার দুপুরে চারঘাট উপজেলা পরিষদ হলরুমে চারঘাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনশুমারি ও গৃহ গননা ২০২১ প্রকল্পের ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
চারঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয় আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, চারঘাট পৌর মেয়র একরামুল হক।
এ ছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিল্পব, মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাছ, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এরপরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করেন।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।