September 17, 2024, 2:08 am
এম এ আলিম রিপন ঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সুজানগর পৌর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সুজানগর পৌর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন সভাপতি নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আলহাজ্ব তোফাজ্জল হোসেনের পুত্র ও সুজানগর পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর জায়দুল হক জনি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোফাজ্জল হোসেন বাবু। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সুজানগর উপজেলা শাখার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হাই এর সভাপতিত্বে ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সুজানগর উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মো.জহিরুল ইসলাম লিটুর স ালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সুজানগর উপজেলা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মজিদ সরদার। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সুজানগর উপজেলা শাখার সভাপতি কামরুজ্জামান জুয়েল। সম্মেলনে অন্যদের মাঝে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সুজানগর উপজেলা শাখার সহ সভাপতি আবু হেনা লিমন, যুগ্ন সম্পাদক ফরিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সুজন হোসেন,আলাউদ্দিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সাগরকান্দি ইউনিয়ন শাখার সভাপতি গোলাম রসুল বকুল, সাতবাড়ীয়া ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল আলিম,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জুয়েল, তাতীবন্দ ইউনিয়ন শাখার সভাপতি ইকবাল হোসেন,সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, নাজিরগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মোস্তফা কামাল,দুলাই ইউনিয়ন শাখার সভাপতি রিপন প্রমুখ। অতিথিরা তাদের বক্তব্যে সুজানগরের বীর মুক্তিযোদ্ধার সন্তানদেরকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে সুজানগর পৌর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড অগ্রণী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা রাখেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি