September 9, 2024, 6:37 pm
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার মুক্তি, বিদুৎ, গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও আওয়ামী লীগের দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।
আজ শনিবার বিকেলে লক্ষ্মীপুর উত্তর তেমুহনীস্থ বিএনপি নেতা সাবুর বাসভবন প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। সদর থানা (পূর্ব), চন্দ্রগঞ্জ থানা বিএনপি ও স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এ কর্মসূচির আয়োজন করেন।
সদর থানা (পূর্ব) বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু। এতে সঞ্চালনা করেন সদর থানা বিএনপি সদস্য সচিব মোখলেছুর রহমান।