September 13, 2024, 7:22 pm
রিপন ওঝা,মহালছড়ি
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে সেনাবাহিনীর জোনের অদম্য সাতান্ন কর্তৃক আজ ০৪ এপ্রিল মঙ্গলবার পবিত্র মাহে রমজান উপহার সামগ্রী নিয়ে চাল, ডাল, তেল, আটা, চিনি, লবন, পেঁয়াজ, আলু খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
উক্ত এ সময়ে জোন অধিনায়ক লেঃ কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি’র নেতৃত্বে চৌংড়াছড়ি গুচ্ছগ্রামের শান্তিনগর, মৌমেনশাহীপাড়া, সাওতালপাড়া, উত্তরপাড়া ও হেডম্যানপাড়া, মগপাড়া এলাকা হতে আগত শতাধিক স্থানীয় দুঃস্থ অসহায় জনগণের মাঝে এবং সেই সাথে বাড়ি বাড়ি গিয়েও ঈদ সামগ্রী বিতরণ করেন।
ঈদ উপহার খাদ্য সামগ্রী পেয়ে সাধারণ মানুষ অত্যন্ত খুশি এবং বাংলাদেশ সেনাবাহিনী তথা মহালছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।