September 20, 2024, 12:39 am
হুমায়ুন কবির কেন্দুয়া প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের চৌকিধরা নয়াপাড়া গ্রামে গত রবিবার ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ১৩ পরিবারের বসতঘর পুড়ে ভস্মিভূত হয়। এতে সব হারিয়ে অসহায় হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্তরা।
বিষয়টি জানতে পেরে সৌদি আরবে উমরা পালনে থেকেও দলীয় নেতাকর্মীদের মাধ্যমে সোমবার (৩ এপ্রিল) বিকেলে ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্যসহায়তা পাঠালেন কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে মনোনয়ন প্রত্যাশী রোটারিয়ান এম. নাজমুল হাসান।
রোটারিয়ান নাজমুল হাসানের পক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসহায়তা পৌছে দেন
কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রবিন আহম্মেদ, কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিজান, কলেজ ছাত্রদল নেতা সাগর দেবনাথ, পৌর ছাত্রদল নেতা সৌরভ, মামুন ও নাভিল। এ সময় স্থানীয় মোজাফরপুর ইউনিয়ন বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রবিন আহম্মেদ বলেন, আমাদের নেতা রোটারিয়ান এম. নাজমুল হাসান সৌদি আরবে উমরা পালনে থেকেও দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্যসামগ্রী পৌছে দেওয়ার ব্যবস্থা করেছেন।
তিনি আরও বলেন, রোটারিয়ান নাজমুল হাসান দীর্ঘদিন ধরে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের জনসাধারণের সেবায় কাজ করে আসছেন। এরকম একজন নেতা ও সমাজসেবক পেয়ে আমরা খুবই গর্বিত।