September 9, 2024, 5:52 pm
পঞ্চগড় প্রতিনিধি: বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং পুর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবীতে পঞ্চগড়ে জেলা বিএনপির অবস্থান কর্মসুচী পালন করেছে।
শনিবার বিকেলে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসুচী পালন করে দলীয় নেতা কর্মীরা।
অবস্থান কর্মসুচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।
এসময় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, বিএনপি নেতা আব্দুল মজিদসহ বিএনপির নেতা-কর্মীরা অবস্থান কর্মসুচীতে অংশ নেন।
মো. বাবুল হোসেন, পঞ্চগড়।।