September 13, 2024, 5:28 pm
হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
স্বাধীনতার মহান স্থপতি,বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ৪ টি ইউনিয়নের ৬০টি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ৪ হাজার ১শত ৫০ শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা,দোয়া মাহফিল,বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর্জা মোহাম্মদ সোহাগ
বলেন, কেন্দুয়া উপজেলার মাসকা, বলাইশিমুল, নওপাড়া, আশুজিয়া ইউনিয়নে একযোগে ৬০টি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় থেকে ৫ম শ্রেণীর ৪১৫০ শিক্ষার্থীর মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বিনামূল্যে সরকারের বরাদ্দকৃত স্লীপ ফান্ড হতে উন্নতমানের টিফিন বক্স বিতরণ করা হয়েছে।
টিফিন বক্স পেয়ে কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবক অনেক আনন্দিত হয়েছে। তারা বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করেছে যা দেখে নিজেও অনেক খুশি হয়েছি। শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ বলেছেন, এখন থেকে তারা প্রতিদিন বিদ্যালয়ে ছেলেমেয়েদের জন্য দুপুরের খাবার সাথে দিয়ে দিবেন।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ নূরুল ইসলাম বলেন, এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে শিক্ষার্থী ও অভিভাবক উৎসাহিত হয়।
হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা থেকে।।