September 21, 2024, 2:33 am
শান্ত তালুকদার,
ধর্মপাশা ও মধ্যনগর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশার জয়শ্রী ইউনিয়নে জয়শ্রী জিসি মধ্যনগর জিসি ভায়া রামদিঘা সড়কের চেঃ ৭২০ মিঃ এ ৫১ মিঃ আর সিসি গার্ডার ব্রীজ নির্মান কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। স্থানীয় সরকার অধিদপ্তর এলজিইডির অধীনে HFMLIP প্রকল্পের আওতায় ব্রীজের চুক্তি মূল্য ছিল ৬,৪০,৭১,০০০/ টাকা। কাজটি করেছেন টিকাদার মোঃ মাঈনউদ্দিন।
মঙ্গলবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়শ্রী ইউনিয়ন আওয়ামিলীগে সভাপতি রমজান আলী, পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ খোকন মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। অন্যানদের মাঝে বক্তব্য দেন, ধর্মপাশা উপজেলা প্রকৌশলী মোঃ শাহাবুদ্দিন, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামিম আহমেদ বিলকিস, জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, টিকাদার মোঃ মাঈনউদ্দিন প্রমুখ।