April 19, 2024, 10:38 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
সুজানগরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী তেঁতুলিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলায় দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ পাইকগাছায় সপ্তদ্বীপার সাহিত্য আসর অনুষ্ঠিত পাইকগাছায় বাল্য বিবাহ থেকে রক্ষা পেল কিশোরী পাইকগাছায় চলতি মৌসুমে তরমুজের বাম্পার ফলন হয়েছে গোদাগাড়ীতে হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেফতার ২ নড়াইলে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন এসপি মেহেদী হাসান নড়াইলে বিপুল পরিমাণ গাঁজা দুইজন গ্রেফতার ফুলবাড়ীয়া নেশার টাকা না পেয়ে বাবাকে ছুরিকাঘাতে হ*ত্যা করলো ছেলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণের দাবীতে বরিশালে ইয়ুথ ফোরামের সড়ক অবরোধ
মহাদেবপুরে ১৪ লক্ষ টাকা ছিনতাইয়ের ৪৮ ঘন্টার মধ্যে দুই ছিনতাইকারী গ্রেফতার ঃ ছিনতাইকৃত টাকা উদ্ধার

মহাদেবপুরে ১৪ লক্ষ টাকা ছিনতাইয়ের ৪৮ ঘন্টার মধ্যে দুই ছিনতাইকারী গ্রেফতার ঃ ছিনতাইকৃত টাকা উদ্ধার

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ’র মহাদেবপুর উপজেলায় ধান ব্যবসায়ীকে মারপিট , চোথে মরিচের গুড়া ছিটিয়ে এবং দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ১৪ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তাদের নিকট থেকে ছিনতাই করা ২ লক্ষ ৩০ হাজার টাকা এবং ছিনতাইয়ের টাকা দিয়ে ক্রয়কৃত মোবাইল ফোন, গহনা এবং ফ্রিজ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় নওগাঁ’র পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক তাঁর সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রদান করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন মহাদেবপুর উপজেলার বেলট গ্রামের মৃত মনছুর আলী সরদারের পুত্র ধান ব্যবসায়ী মোঃ আব্দুল জব্বার গত ১৬ মার্চ বৃহষ্পতিবার বেলা ৩টায় ইসলামী ব্যাংক নজিপুর শাখা থেকে ১৩ লক্ষ ৯০ হাজার টাকা উঠিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি বেলট গ্রামে ফিরছিলেন। বেলা ৩টা ৪০ মিনিটে বাড়ির কাছাকাছি মহাদেবপুর-মাতাজিহাট সড়কে বেলটের মোড়ে পৌঁছলে ২টি মোটর সাইকেলে ৪ জন ছিনতাইকারী আব্দুল জব্বারের মোটরসাইকেলের সমান্তরাল চলতে থাকে। এক পর্যায় ছিনতাইকারীরা লাথি দিয়ে আব্দুল জব্বারকে ফেলে দেয়। সমন্বিতভাবে তারা আব্দুল জব্বারের উপর চড়াও হয়ে এলোপাতারী মারপিট করে। মরিচের গুড়া চোখে ছিটিয়ে দেয়। এতে জব্বার মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় তারা দেশয়ি অস্ত্রের ভয় দেখিয়ে তার নিকট থাকা ব্যাংক থেকে উত্তোলনকৃত ১৩ লক্ষ ১০ হাজার এবং তার পকেটে থাকা আরও ২০ হাজার টাকাসহ মোট ১৪ লক্ষ ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

এ সংবাদ পেয়ে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের নির্দেশনা অনুযায়ী মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়। মহাদেবপুরা থানার অফিসার্স ইনচার্জ মোজাফ্ফর হোসেনের সমন্বয়ে গঠিত এই টীম কার্যক্রম শুরু করে। ১৭ মার্চ ৩৯৪ পেনাল কোড অনুযায়ী একটি মামলা দায়ের করা হয় যার নম্বর ২৭ তারিখ ১৭-০৩-২০২৩ ইং।

তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সময় ইসলামী ব্যাংক নজিপুর শাখা এলাকায় কোন কোন মোবাইল থেকে কে কে কথা বলেছেন তা নির্নয় করা হয়। এই সূত্র ধরে জয়পুরহাট ও বগুড়া জেলায় অভিযান শুরু করে পুলিশ। এরই এক পর্যায় গত ১৯ মার্চ জয়পুরহাট জেলার কাশিয়াবাড়ি গ্রাম থেকে মোঃ রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। সে ঐ গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র। তার নিকট থেকে ১ লক্ষ ৬০ হাজার নগদ টাকা এবং ছিনতাইয়ের টাকা দিয়ে ক্রয়কৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার দেয়া তথ্য অনুযায়ী ঐ দিনই বগুড়া শহর থেকে মোঃ লিমন হোসেন মিন্টুকে গ্রেফতার করা হয়। মিন্টু জয়পুরহাট জেলার তেঘরিয়া গ্রামের মহাতাব উদ্দিন মন্ডলের পুত্র। সে বগুড়ায় ভাড়া বাসায় বসবাস করছিল। তার নিকট থেকে ছিনতাইয়ের নগদ ৭০ হাজার টাকা এবং ছিনতাইয়ের টাকা দিয়ে ক্রয়কৃত একটি ফ্রিজ ও সোনার গহনা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানিয়েছেন অভিযান অব্যাহত আছে। অপর দুই ছিনতাইকারী এবং ছিনতাইয়ের অবশিষ্ট টাকা উদ্ধারের প্রচেষ্টা চলমান রয়েছে। শীঘ্রই তা সম্ভব হবে।#

রওশন আরা পারভীন শিলা
নওগাঁ জেলা প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD