September 17, 2024, 2:29 am
আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মাকসুদা নার্গিস, মোঃ ফেরদৌস হোসেন, মোঃ মোবায়দুল ইসলাম, এ কে এম মাইনুল আহসান ও মোঃ মোতাররফ হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ শে মার্চ ১১ ঘটিকায় জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজ হলরুমে প্রতিষ্ঠানের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ও ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ দেলদার হোসেনের সভাপতিত্বে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইতিহাসবিদ সাবেক অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ ইলিয়াস আলম, ধামইরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান, অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক মোঃ আব্দুল খালেক চৌধুরী, সহকারী শিক্ষক মোঃ আতাউর রহমান, মোঃ আব্দুল লতিফসহ কর্মরত শিক্ষক কর্মচারী, অভিভাবক ও ছাত্র ছাত্রীবৃন্দ। সদ্য অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক মাকসুদা নার্গিস, মোঃ ফেরদৌস হোসেন ও সহকারী শিক্ষক মোঃ মোতাররফ হোসেনকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায় সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি ও প্রধান অতিথি ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উদ্দেশ্যে দিকনির্দেশনা দিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
আবুল বয়ান
ধামইরহাট, নওগাঁ।