September 10, 2024, 7:20 am
ময়মনসিংহ ব্যুরো।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সরকারের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় আরো ২১জন ভূমিহীন-গৃহহীন পরিবার পাচ্ছে নতুন ঘর। এসব পরিবার উন্মুখ হয়ে অপেক্ষার প্রহর গুনছেন নিজেদের ঘরে ওঠার জন্য। ইতোমধ্যে তাদের মধ্যে এক ধরণের উৎসবের আমেজ লক্ষ করা যাচ্ছে।
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে সারা দেশে ভূমি ও গৃহহীনদের ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। প্রতিটি ঘরে দুটি শয়নকক্ষ, একটি করে বারান্দা, রান্নাঘর ও বাথরুমসহ নানা সুযোগ-সুবিধা রাখা হয়েছে। দেশে কেউ গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রীর ওই ঘোষণা অনুযায়ী ভূমিহীনদের দুর্যোগ সহনীয় ওই ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই স্লোগানে আগামী ২২ মার্চ সকাল ১০টায় সারাদেশে এক যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন এসব ঘর। সারাদেশের মতো তারাকান্দা উপজেলায়ও এই পর্যায়ে ২১টি ঘর উপকার ভোগীদের মাঝে হস্তান্তরিত হবে।
এনিয়ে উপজেলায় ১ম,২য়,৩য় ও ৪র্থ পর্যায়ে সর্বমোট ১৫১ টি গৃহহীন ও ভূমিহীন পরিবার আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে স্বপ্নের ঠিকানাভূক্ত হবে।
গৃহহীন পরিবারগুলো নতুন ঘরে উঠার প্রস্তুতি নিচ্ছেন। সেই সাথে তাদের মধ্যে এক ধরণের উৎসবের আমেজ লক্ষ করা যাচ্ছে।
ইতিমধ্যে এসব ঘরের নির্মাণ কাজ শেষ। জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান চতুর্থ পর্যায়ে নির্মাণাধীন এসব ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করাসহ
১ম পর্যায়ে,২য় পর্যায় ও তয় পর্যায়ে প্রাপ্ত গৃহহীন পরিবার গুলোর খোজ খবর নিয়ে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। ৪র্থ পর্যায়ে নির্মাণাধীন ঘরগুলোর নির্মাণ কাজের স্বচ্ছতায় উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত নিয়মিত খোজ খবর নিচ্ছেন।
ইউএনও জানান-১ম পর্যায়ে রামপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে ৩৫ টি, বালিখা ইউনিয়নের মাসকান্দা ৫০টি, ২য় পর্যায়ে ৪০টি, তয় পর্যায়ে ৪০টি, ৪র্থ পর্যায়ে ২১ টি মোট ১৫১ টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত জানান, এই ঘরগুলো অত্যন্ত সতর্কতার সাথে শতভাগ ডিজাইন, স্পেসিফিকেশন ফলো করে নির্মাণ করা হয়েছে। এই গৃহগুলো হস্তান্তরের মধ্যে দিয়ে তারাকান্দা উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হবে। নির্মিত ঘরগুলোর মান নিয়ে সকল পর্যায়ের জনপ্রতিনিধি ও অন্যান্য ব্যক্তিবর্গ সন্তোষ প্রকাশ করেছেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় উপজেলায় হতদরিদ্র যাদের বসবাসের কোনো ঠিকানা ছিল না, প্রধানমন্ত্রী তাদের স্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছেন। এটা সত্যিই বিস্ময়কর। ঘর পেয়ে ওই মানুষগুলো তাদের ভাগ্যের চাকা নতুনভাবে ঘোরাতে শুরু করেছে। তিনি আরো জানান-মানুষের প্রতি দরদ আর ভালোবাসা থেকেই অসহায় দুস্থদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর এমন উদ্যোগ।