July 8, 2025, 1:50 pm
মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধিঃ
“চাকরি নয়, সেবা” এই প্রত্যয়ে অদ্য বৃহস্পতিবার (৯ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ) নীলফামারী জেলায় বাংলাদেশ পুলিশে নতুন নিয়মে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ডিসেম্বর-২০২২ উপলক্ষ্যে গত ০২ মার্চ ২০২৩ তারিখ হতে শুরু হওয়া Physical Endurance Test (PET) এ উত্তীর্ণ প্রার্থীগণের অংশগ্রহণে সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ লাইন্স একাডেমী, নীলফামারীতে স্বচ্ছ, সুশৃঙ্খল ও নিরপেক্ষ ভাবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মাননীয় আইজিপি স্যার ও রংপুর রেঞ্জ ডিআইজি স্যারের নির্দেশনা মোতাবেক নীলফামারী জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম স্বচ্ছ ও নিরপেক্ষ ভাবে লিখিত পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী; জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী; আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারি পুলিশ সুপার (ডোমার সার্কেল) নীলফামারীসহ হেডকোয়ার্টাস থেকে প্রেরিত নিয়োগ কমিটির সদস্যবৃন্দ ও নীলফামারী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Physical Endurance Test (PET) এ কৃতকার্য যে সকল প্রার্থীরা আজকের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে সাফল্যের সহিত উত্তীর্ণ হবেন, সে সকল প্রার্থীগণ আগামী ১৯ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত হবেন।