July 11, 2025, 5:54 am
মংচিন থান, বরগুনা প্রতিনিধি :
বরগুনার তালতলীতে ৮ মার্চ বুধবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। “ডিজিটাল পদ্ধতি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন ” প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টায় নারী,পুরুষ ও ছাত্র -ছাএী মিলে বিশাল এক র্যালী শহর প্রদক্ষিন করেন। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে বেসরকারী সংস্থাগুলো সহযোগিতায় রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা,ইশানা নারী ফাউন্ডেশন,সিবিডিবি,জাগোনারী,সুন্দরবন কোয়ালিশন,এফএইচ বাংলাদেশ,কারিতাস আরডিএফ ও মানুষের জন্য ফাউন্ডেশন।উপজেলা পরিষদ সৈকত সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবী উল কবির জোমাদ্দার বক্তব্য রাখেন তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার,প্রভাষক খেনচাননে,জাগোনারী ও সুন্দরবন কোয়ালিশন টেকনিক্যাল অফিসার শ্যামল পাল,আরডিএফ কর্মকর্তা শাহিন,নূরেএ আলম,নিপা ওয়েন,চানচানএ ও মোসাম্মৎ জান্নটি প্রমূখ। অনুষ্ঠান শেষে কিশোর কিশোরীদের মাঝে হাইজিং কিট বিতরণ করা হয়, সরকারি বেসরকারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, এফএইচ টিম লীডার আসাদুল ইসলাম।
মংচিন থান
বরগুনা প্রতিনিধি