July 8, 2025, 2:37 pm
কেশবপুর প্রতিনিধিঃ
কেশবপুরের বুড়িহাটি গ্রামে এক কৃষকের বিচিত্র আকৃতির এক ছাগলের বাচ্চার জন্ম হয়েছে।
স্থানীয় সুত্রে জানাগেছে, ৯মার্চ সকালে উপজেলা হাসানপুর ইউনিয়নের বুড়িহাটী গ্রামের কছরত সরদারের ছেলে বজলুর রহমান সরদারের একটি ছাগলের দু’টি ছাগলের বাচ্চা হয়েছে। তার একটি বাচ্চা ভিন্ন আকৃটিতে সৃষ্টি হয়েছে। বিচিত্র আকৃতির এই ছাগলের বাচ্চা টি সুস্থ রয়েছে। ছাগলের বাচ্চাটির চোখ দুটি এক সাথে ও তার মুখ ও জিব্বাহ এক পাশে আকৃতিতে তার জন্ম হয়েছে। বিচিত্র আকৃতির এই ছাগলের বাচ্চা টি দেখার জন্য সকাল থেকে এলাকার শত শত নারী পুরুষ তার বাড়িতে ভীড় করছে।