September 17, 2024, 3:02 am
এম এ আলিম রিপন,সুজানগর(পাবনা) : পাবনার সুজানগরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর আত্মজীবনী ভিত্তিক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর আত্মজীবনী ভিত্তিক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর আত্মজীবনী ভিত্তিক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র রেজাউল করিম রেজা, থানা অফিসার ইনচার্জ আব্দুল হাননান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান ও শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী । এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, আমাদের তরুণ প্রজন্ম,যারা,মুক্তিযুদ্ধ দেখেনি,বঙ্গবন্ধুকে দেখেনি, তারা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার কাজে আতœনিয়োগ করবে বলে প্রত্যাশা রাখেন । অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ অফিসার(ভারপ্রাপ্ত) ডাঃ কানিস ফারজানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, যায়যায়দিন প্রতিনিধি এম মনিরুজ্জামান, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর আত্মজীবনী ভিত্তিক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।