July 11, 2025, 5:13 am
এম,এ আলিম রিপন,সুজানগর(পাবনা) ঃ পাবনার সুজানগর উপজেলায় “ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭(সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এবং এমসিএইচ-সার্ভিসেস ইউনিট,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানো এবং নিরাপদ প্রাতিষ্ঠানিক (হাসপাতাল,ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র) প্রসবকে উৎসাহিত করার লক্ষ্যে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক(এমসিএইচ-সার্ভিসেস এবং লাইন ডাইরেক্টর(এমসিআরএএইচ) ডাঃ মোঃ মাহমুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, পাবনা জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক এরশাদ আহমেদ নোমানী ও সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা। প্রজেক্টরের মাধ্যমে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণের উপর বিভিন্ন তথ্য উপস্থাপন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক(এমসিএইচ) ডাঃ এ,এন,এম মোস্তফা কামাল মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল অফিসার(এমসিএইচ-এফপি) ডাঃ দিল আফরোজ। পরিচালনা করেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুর রহিম। কর্মশালায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব, আর এমও ডাঃ সেলিম মোরশেদ, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান,দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম, ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশ নেন। কর্মশালায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনস্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘন্টা চলমান নিরাপদ স্বাভাবিক প্রসব সেবাকে আরো জোরদারকরার বিষয়ে গুরুত্ব দেয়া হয়।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।