July 8, 2025, 4:59 am
কেএম সোহেব জুয়েল :-বাবুগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে সাংবাদিকের গাছের চারা উত্তোলনের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন বেসরকারি টি -এসপোর্টস্ টিভি চ্যানেলের সিনিয়র ক্যামেরা পার্সন বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর গ্রামের মৃত বীরমুক্তিযোদ্ধা মো: নাসির উদ্দীনন( নাগর) মিঞার পুত্র মো: বোরহান উদ্দিন মিঞা ৩৯
এ ব্যাপারে ফটো সাংবাদিক গতকাল সোমবার ৬ মার্চ বাবুগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সুত্রে জানাগেছে শুক্রবার ৩ মার্চ গভীর রাতে অজ্ঞাত নামা কতিপয় লোক পূর্ব শত্রতার জের ধরে তার বাড়ির পাকা বাউন্ডারির সন্নিকটে তার নিজ হাতে রোপন কৃত ৮ টি আমরা গাছের চারা উত্তোলন করে নিয়ে যায় । এর ফলে তার ১০ হাজরা টাকার বেশি ক্ষতি হয়েছে বলে এমর্মে থানার অভিযোগ দায়ের করেন বোরহান।
তাই তদন্ত সাপেক্ষ প্রয়োজনিয় ব্যাবস্তা নিতে প্রশাসনেন হস্তক্ষেপ কামনা করছেন সাংবাদিক বোরহান ও তার পরিবারের লোকজন।