July 11, 2025, 5:27 am
মো. সেলিম মিয়া ফুলবাড়িয়া প্রতিনিধি : গতকাল (৬ মার্চ) সোমবার বিকাল ৫ টার দিকে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রঘুনাথুপর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণি পড়ুয়া ছাত্রী ফাহিমা’র ধর্ষণ ও হত্যাকারীদের বিচারের দাবিতে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্ধন ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন, রঘুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক রাজ্জাক ,রাধাকানাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আইয়ুব আলী মাস্টার, আওয়ামীলীগের নেতা ও সমাজ সেবক সারোয়ার আলম রোকন তরফদার, রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মেম্বার, স্পার সভাপতি গোলাম মোর্তুজা কাজল, স্পার সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম প্রমূখ। ভোক্তা পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন ।
নিহত ফাহিমা’র মা হাসিনা খাতুন বলেনঃ আমি দ্রুত মেয়ে হত্যার বিচার চাই। আমার মেয়েরে যারা ধ্বংস করছে তাদের ফাঁসি চাই ! ফাঁসি চাই ! ধর্ষনকারী ও হত্যাকারীদের সর্বোচ্চ শান্তি চাই।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হয়ে নিখোঁজ হয় ফাহিমা আক্তার (১৪)। খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি ফাহিমার । পরদিন ২৫ ফেব্রুয়ারি শনিবার সকালে ৭টায় বাড়ি দক্ষিণ পাশে ২০০ গজ দূরে আমগাছে ফাহিমার(১৪) ঝুলন্ত মরদেহ দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।