July 11, 2025, 6:17 am
মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহাসিক ৭ই মার্চ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে নাগরপুর উপজেলা আওয়ামীলীগ। মঙ্গলবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মতিয়ার রহমান মতি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ কুদরত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেন্দ্রী আওয়ামী লীগের উপকমিটির সাবেক সদস্য ও নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য তারেক সামস্ হিমু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক তপন,যুব ও ক্রীড়া সম্পাদক সাবেক ভিপি জহুরুল আমিন, মামুদনগর ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন প্রমুখ। এসময় উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নাগরপুর,টাঙ্গাইল।