July 18, 2025, 8:29 pm
মধ্যনগর(ধর্মপাশা) প্রতিনিধি:
নানা আনুষ্ঠানিকতায় সুনামগঞ্জের ধর্মপাশায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সকাল ৯টায় উপজেলা, ও পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা প্রেস ক্লাবেরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকারের । উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. অলিদুজাম্মানের পরিচালনা এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমান হোসেন বিপ্লব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস,উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসানপ্রমুখ। পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যম কর্মী, স্থানীয় আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শান্ত তালুকদার
মধ্যনগর,সুনামগঞ্জ