June 7, 2023, 12:53 pm
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
শিক্ষাক্ষেএে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সম্রীতি উৎসব মহাত্মা গান্ধী অ্যাওয়াড ২০২৩ ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আব্দুল গণিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক শিক্ষিকা ও ছাএ-ছাএীদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ওসমান আলমদার। অভিভাবক সদস্য উওম কুমার বৈদ্য,মুজিবুর রহমান,ইকবাল হোসেন,আবু তাহের,ছেনুয়ারা বেগম,সুকতি রানী দে,অলকেশ কুমার দাশ,হোসনে আরা বেগম,পপি বড়ুয়া,গেপা বিশ্বাস, অনিমা রানী দে,খাইরুল ইসলাম, মৌলবা বাহাদুর,নিবেদন বিশ্বাস, শাহাব উদ্দীন,মুক্তি মজুমদার, মোহাম্মদ ইদ্রিস, প্রদীপ রায় মিএ প্রমুখ।