June 7, 2023, 1:28 pm
ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের মুক্তা মার্কেট ব্যাডমিন্টন কমিটি কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার ৪ মার্চ রাত ৯ টায় অনুষ্ঠিত হয়।
মুক্তা সিনেমা হল চত্বরে আয়োজিত এ খেলায় রাণীশংকৈলের মুসকান স্পোর্টিং ক্লাবের জুটি তারেক ও প্রান্ত পীরগঞ্জ-১এর জুটি দোলন ও রেজুকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ ও জেলা আ’লীগ সহ – সভাপতি সেলিনা জাহান লিটা।
বিশেষ অতিথি ছিলেন, রানীশংকৈল আ’লীগ সহ সভাপতি মুক্তার আলম মুক্তা, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সোহেল রানা, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আবু তাহের ,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহাফুজা বেগম, আ’লীগ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, এ্যাডভোকেট শেখ ফরিদ, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার এম এ জাহিদ ইবনে সুলতান ও ফজলুল করিম, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আরথান আলী, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক জাকারিয়া হাবিব ডন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সহ- সভাপতি হুমায়ুন কবির, যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুজন।
এছাড়াও উপস্থিত ছিলেন, টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য ইসমাইল হোসেন রবিন ও সাদিদ আল সাইন,সাংবাদিক আবু জাফর প্রমুখ। খেলা পরিচালনা করেন সানি ইসলাম। পরে চ্যাম্পিয়ন ও রানার আপ খেলোয়াড়দেরকে ট্রফি প্রদান করা হয়।
গৌতম চন্দ্র বর্মন
ঠাকুরগাঁও