May 30, 2023, 9:31 pm
নীলফামারী জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল
(টিআরসি) পদে নিয়োগ পদে তৃতীয় দিনের নিয়োগ সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন। মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধিঃ
শনিবার (০৪ মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ) নীলফামারী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সংক্রান্ত দ্বিতীয় দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে তৃতীয় দিনের Physical Endurance Test (PET)- ইভেন্টে পুরুষ ১৬০০ মিটার ও নারী ১০০০ মিটার দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিইং অনুষ্ঠিত হয়।
তৃতীয় দিনে Physical Endurance Test (PET) পরীক্ষায় নীলফামারী জেলার সম্মানিত পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, সভাপতিত্বে উপস্থিত ছিলেন মোছাঃ সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রংপুর ও সদস্য, টিআরসি নিয়োগ বোর্ড; কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) পঞ্চগড় ও সদস্য, টিআরসি নিয়োগ বোর্ড; আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী; ডাক্তার আতিউর রহমান, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল নীলফামারীসহ জেলা পুলিশের উর্দ্ধতন ও অধস্তন কর্মকর্তা কর্মচারীগণ।
নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি পুলিশ সুপার নীলফামারী তৃতীয় দিন Physical Endurance Test পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং আগামী ০৯ মার্চ লিখিত পরীক্ষায় অংশগ্রহণের নির্দেশনা প্রদান করেন। যে সকল প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে পরবর্তীতে তাদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে চূড়ান্ত ভাবে নির্বাচিত হবে।
এ ছাড়াও নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি প্রথম থেকে অদ্যাবধি পর্যন্ত অনুষ্ঠিত নিয়োগ সংক্রান্ত কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হওয়ায় নিয়োগ বোর্ডের সদস্যসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।