June 7, 2023, 12:17 pm
এম এস সাগর,
কুড়িগ্রাম প্রতিনিধি:
নাগেশ্বরীর নেওয়াশী ইউনিয়নের ফকিরেরহাট সংলগ্ন চাকেরকুটি গ্রামের ছোট্ট নদী থেকে দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগ উঠেছে নুর আলম, সিরাজ ও রহিমের বিরুদ্ধে। বালু উত্তোলনকারী ব্যবসায়ী নুর আলম নাগেশ্বরী উপজেলার এক ক্ষমতাশীন দলের নেতার নাম ভাঙিয়ে সরকারি নির্দেশনা অমান্য করে অবাধে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রির মাধ্যমে ফায়দা লুটে নিচ্ছে। এমন অভিযোগ এলাকাবাসীর।
জানা গেছে, নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের ফকিরেরহাট সংলগ্ন চাকেরকুটি গ্রামের মালেক মেম্বারের বাড়ীর পশ্চিমে ৫০০গজ দুরে ছোট্ট নদী থেকে দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে নুর আলম, সিরাজ ও রহিম। ড্রেজার মেশিন মালিক নুর আলম নাগেশ্বরীর এক ক্ষমতাশীন দলের নেতার নামে দাপট খাটিয়ে দীর্ঘদিন থেকে ছোট্ট নদীর জমিতে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে। কৃষি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে জন-সাধারণের যাতায়াত রাস্তা, ফসলি জমি ক্ষেত অনেকটা হুমকির মুখে রয়েছে। ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলকারীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন সচেতন মহল।
এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক খালেক, হোসেন আলী, মমিন আলীসহ অনেকে জানান, আমাদের এলাকার ছোট্ট নদী থেকে দীর্ঘদিন ধরে নুর আলম ক্ষমতার দাপটে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে।
বালু ব্যবসায়ী নুর আলম বলেন, ইতিপূর্বে আমার ড্রেজার মেশিন নাগেশ্বরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরপর দুইবার ভেঙে দেন এবং একবার ৫০হাজার টাকা জরিমানা করেন। তাই বাধ্য হয়ে আমার এক আত্মীয় নাগেশ্বরীর ক্ষমতাশীন দলের নেতার সাথে কথা বলে ১৫দিন থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছি। সংবাদ না করার জন্য অনুরোধ করেন।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহান বলেন, উপজেলা প্রশাসন থেকে অবশ্যই তদন্ত করা হবে। সরকারী বিধি নির্দেশনা অমান্য করে যদি কেউ ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে অবশ্যই তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।