May 30, 2023, 9:04 pm
মোঃ জুনায়েদ খান সিয়াম (উজিরপুর প্রতিনিধি)বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ বাবুল সিকদার ও স্থানীয় সুত্রে জানা যায় উজিরপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু এর ভাগিনা ও পৌরসভার ৬নং ওয়ার্ডের গোপাল দাসের ছেলে বাধন দাস(১২) ৫ মার্চ দুপুরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। স্থানীয়রা নিখোজের খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিসে খবর দেয়, উজিরপুর উপজেলায় কোনো ডুবুরী না থাকায় স্থানীয়রা উদ্ধার করে এবং ফায়ার সার্ভিসের গাড়ি যোগে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩ টায় কিশোরের মৃত্যু নিশ্চিত করেন এবং পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। উল্লেখ্যঃ মৃত বাধন তার দাদার শ্রাদ্ধ অনুষ্টানে ঢাকা থেকে গ্রামের বাড়ি উজিরপুরে আসে। কিশোরের এ মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ উপজেলা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।কিশোরের মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয়রা হাসপাতালে ছুটে যান এবং শোকাবহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।