May 30, 2023, 8:19 pm
ষ্টাফ রিপোর্টারঃ
স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা দেওয়ার প্র্রতিশ্রুতি নিয়ে ময়মনসিংহ ডিভিশনাল স্পেশাইজড হাসপাতাল লিমিটেড এর শুভ উদ্ধোধন করা হয়েছে।
৩রা মার্চ শুক্রবার বিকালে চরপাড়া এলাকায় অবস্থিত এ অত্যাধুনিক স্পেশালাইজড হাসপাতালটির উদ্ভোধন করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপ এর সাবেক মহাসচিব ময়মনসিংহ-৪ আসনের সর্বস্তরের জনতার প্রিয়মুখ অধ্যাপক ডাক্তার এম এ আজিজ,
উদ্ধোধনী অনুষ্ঠানে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক, তরুণ রাজনীতিবিধ, হাসপাতালের চেয়ারম্যান এইচ এম ফারুকের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহিতুর রহমান শান্ত,বিএমএ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ এইচ এ গোলন্দাজ তারা, প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডাঃ হরিশংকর দাশ,জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট সাদেক খান মিল্কী টুজু, আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুছ,কাউন্সিল উজ্জ্বল, আওয়ামী লীগ নেতা বায়েজিদ, স্বপ্না খন্দকার প্রমূখ।