September 17, 2024, 1:47 am
কে এম সোহেব জুয়েল : গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মধ্য শাহজিরা গ্রামের বীর মুক্তি যোদ্ধা মো: আবদুল হাই বেপারির ৭০ এর পাকের ঘড়ে গতকাল শুক্রবার ( ৩ মার্চ) দুপুর আরাই টার দিকে কে বা কাহারা আগুন লাগিয়ে দিলে ঘড়টি আগুন পুরতে থাকে। স্হানীয়দের সহায়তায় ঘড়টির আগুন নিভানো হলেও আগুনের তাপে অর্ধালক্ষাধিক টাকার বেশি ক্ষতিগ্রস্ত হন মুক্তিযোদ্ধা মো: আবদুল হাই এমনটি জানিয়েছেন তিনি । এবং আগুনের তাপে ওই মুক্তি যোদ্ধার বসত ঘড়ের বিভিন্ন জায়গার টিনের চালা পুরে যাওয়া সহ ঘড়ে থাকা বিভিন্ন মালামাল আগুনের তাপে পুরে যাওয়ায় অর্থনৈতিক ভাবে ব্যাপক ক্ষতি গ্রস্হ হয়েছেন বীর মুক্তি যোদ্ধা অসহায় আবদুল হাই। তাই ক্ষতি লাঘবে সরকারি মহলে হস্তক্ষেপ কামনা করছেন অসহায় বীরমুক্তিযোদ্ধা আবদুল হাই।