June 7, 2023, 12:27 pm
আগামী ১১ই মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ-৪সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির ময়মনসিংহে আগমন উপলক্ষে সদর উপজেলা জাতীয় পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪মার্চ)সকাল ১০টায় ময়মনসিংহ নগরীর সুন্দর মহল জেলা জাতীয় পার্টির কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপির আগমনকে স্বাগত জানাতে ময়মনসিংহের জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, ময়মনসিংহের সুযোগ্য কন্যা বেগম রওশন এরশাদ এমপির দিকনির্দেশনা মোতাবেক নেতাকর্মীদের প্রস্তুতি নিয়ে কাজ করার আহবান জানিয়েছেন
মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম। সভায় প্রধানমন্ত্রীর আগমনে তাকে স্বাগত জানিয়ে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এসম সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবজাল হোসেন হারুন,যুগ্ম আহবাক হাসান মাহমুদসহ জাতীয় পার্টির জেলা,মহানগর ও সদর উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।