May 30, 2023, 8:39 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
সুজানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত সুজানগরে কম্বাইন হারভেস্টার মেশিনে ধান কর্তনের উদ্বোধন সুজানগরে মাদক বিরোধী সচেতনতামূলক মানববন্ধন অনুষ্টিত নড়াইলে ভ্যানচুরির জন্য ভ্যানচালকে হত্যা শৈলকুপায় শিশু সন্তানকে বিষপানে হত্যার পর গলায় ফাঁস নিল মা চার ফুট উচ্চা নিয়ে স্বপ্ন ছুঁতে চান হরিণাকুন্ডুর নাহিদ হাসান জুয়া খেলা করতে নিষেধ করায় কালীগঞ্জে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম ঝিনাইদহে জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত জ্যোতি বসুর পৈতৃক বসত ভিটা কিশোর- কিশোরীদের মধ্যে পুষ্টিকর খাদ্যগ্রহণের অভ্যাস গড়ে তুলতে ছাদকৃষি গুরুত্বপূর্ণ
পুঠিয়া রাজবাড়ি সংলগ্ন মোটরসাইকেল গ্যারেজ, হোটেল ও বাড়ি আগুনে ভস্মীভূত

পুঠিয়া রাজবাড়ি সংলগ্ন মোটরসাইকেল গ্যারেজ, হোটেল ও বাড়ি আগুনে ভস্মীভূত

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ

পুঠিয়া রাজবাড়ি সংলগ্ন মোটরসাইকেল গ্যারেজ, হোটেল ও বাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে। গতকাল দিবাগত রাত্রি সাড়ে তিনটায় এ আগুন লাগার ঘটনাটি ঘটে। এ সময় গ্যারেজ ও হোটেলের ভিতর কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে ভস্মীভূত দুইটি প্রতিষ্ঠানের মালিক সুমন শেখ। এছাড়াও বাড়িটি তার বাবা মকসেদ আলী শেখের। বর্তমানে তারা নিঃস্ব হয়ে পড়েছে। গ্যারেজের ভিতরে থাকা চারটি মোটরসাইকেল বিভিন্ন যন্ত্রাংশ মোবিলসহ হোটেলের আসবাপত্র ও বাড়ির ভিতরের সকল জিনিপত্র পুড়ে ছাই হয়েগেছে। ভুক্তেভোগি সুমন শেখ জানান, গতকাল গ্যারেজের ও হোটেলে কাজ শেষ করে রত্রিতে হোটেল সংলগ্ন বাড়িতে আমরা সবাই যাই। রাতের খাওয়া দাওয়া শেষে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ি। হঠাৎ গভির রাত সাড়ে তিনটায় বাজারের পাহারাদার আমাকে ডাক দিয়ে আমার গ্যারেজে আগুন লেগেছে বলে জানায়। এসময় আমরা বাড়ির সবাই ঘর থেকে এক কাপড়ে বের হয়ে গ্যারেজের আগুন দ্রæত পাশ^বর্তী হোটেলেও আগুন ছড়িয়ে পড়ে। এসময় উপায় অন্তর না দেখে আমরা নিজেরই আগুন নিভাতে শুরু করি। তবে আগুনের লেলিহান শিখা হোটেল থেকে আমার বাড়িতেও ছড়িয়ে পড়ে। পরে পুঠিয়া ফায়ারসার্ভিসকে খরব দেওয়া হয়। খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মিরা আশার আগেই আগুন আমার বাড়িতে ধরে যায়। ফায়ারসার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনে প্রায় ৯ থেকে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সুমন শেখ জানান। এবিষয়ে পুঠিয়া ফায়ারসার্ভিস সিভিল ডিফেন্স ওয়ার হাউস ইন্সপেক্টর আরিফুল ইসলাম জানান, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ অগুন লাগতে পারে। এছাড়াও তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা হবে বলে এ কর্মকর্তা জানান।#

মাজেদুর রহমান (মাজদার) পুঠিয়া রাজশাহী।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD