June 7, 2023, 1:11 pm
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র উপজেলা কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা ফুল্লশ্রী এলাকায় উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কমিটির উপজেলা সভাপতি রাসেল সরদার মেহেদী’র সভাপতিত্বে কমিটি গঠন পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আগৈলঝাড়া উপজেলা কমিটি ভেঙ্গে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে রাসেল সরদার মেহেদীকে সভাপতি ও গোলাম মাহামুদ হাওলাদারকে সাধারণ সম্পাদক করে ৫৩ সদস্য বিশিষ্ট আগৈলঝাড়া উপজেলা কমিটি গঠন করা হয়। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান।