June 7, 2023, 12:29 pm
মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধিঃ
ডিসেম্বর-২০২২ উপলক্ষ্যে নীলফামারী জেলায় নিয়োগ সংক্রান্ত ১ম দিনের কার্যক্রম সম্পন্ন। অদ্য বৃহস্পতিবার ২মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ নীলফামারী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সংক্রান্ত ১ম দিনের কার্যক্রম (প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করণ) সম্পন্ন করা হয়।
শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষার ১ম দিনে নীলফামারী পুলিশ লাইন্স মাঠে নীলফামারী জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, সভাপতিত্বে উপস্থিত ছিলেন মোছাঃ সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রংপুর ও সদস্য, টিআরসি,নিয়োগ বোর্ড; কনক কুমার দাস অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) পঞ্চগড় ও সদস্য, টিআরসি,নিয়োগ বোর্ড; জনাব আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী; জনাব ডাক্তার আতিউর রহমান, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল নীলফামারীসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উপস্থিত প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই শেষে নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার নীলফামারী মহোদয় ১ম দিনে নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন জানান এবং নিয়োগ সংক্রান্ত কার্যক্রম স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হবে বলে অঙ্গিকার ব্যক্ত করেন। তিনি আরো বলেন কোনরকম আর্থিক লেনদেন কিংবা অন্য কোন উপায়ে এই চাকরি পাওয়ার কোন সম্ভাবনা নেই, চাকরি হবে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে। তাই কেউ যেন প্রতারণার ফাঁদে পা দিয়ে আর্থিক লেনদেন না করে সে বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানান।
পরিশেষে ১ম দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২য় দিনের পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামীকাল সকাল ৭.০০ ঘটিকায় পুলিশ লাইন্স, নীলফামারী মাঠে উপস্থিত থাকার নির্দেশ প্রদান করেন।