May 30, 2023, 7:58 pm
রক্সী খান মাগুরা প্রতিনিধি : মাগুরায় জুয়েলারি সমিতি (বাজুস) এর ২০২৩ আসন্ন নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।
বৃহস্পতিবার জুয়েলারি মাগুরা সোনাপট্টিতে মাগুরা নিউ জুয়েলার্স এর মালিক বিশিষ্ট জুয়েলার্স ব্যাবসায়ী মোঃ ফারুক শিকদারের তত্ত্বাবধানে রাত আটটায় এক বিশাল জনসভার মধ্যে দিয়ে তার নির্বাচনী প্যানেল নিজনান্দুয়ালী শিকদার প্যানেল এর শুভ উদ্বোধন করেন, এই উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরা জুয়েলারি অ্যাসোসিয়েশনের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন, এই জনসভায় মোঃ ফারুক শিকদার সকলের কাছে দোয়া প্রার্থনা এবং সকলের মূল্যবান ভোটটি প্রদানের আশা ব্যক্ত করে তার পাশে থাকবার জন্য তিনি এবং তার প্যানেলের সকল সদস্যগণ দোয়া ও সমর্থন প্রার্থনা করেন এবং সকলকে তাদের পাশে থাকবার আশা ব্যক্ত করেন।
রক্সী খান, মাগুরা।