July 8, 2025, 5:23 am
এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদাতা: শুক্রবার বিকাল ৪ টায় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনার উদ্যোগে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ, দুস্থ, অসহায়, অতিদরিদ্রের মধ্যে বিনামূল্যে মানবিক সহায়তায় ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল -০২ আসনের এমপি মোঃ শাহে আলম। উপজেলা প্রকল্প কর্মকর্তা মহাসিন-উল- হাসান এর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, উপজেলা আওয়ামীলীগের উপদেস্টা সদস্য ডাক্তার খোরশেদ আলম সেলিম, তথ্য ও গবেষণা সম্পাদক এস মিজানুল ইসলাম, ওসি(তদন্ত) মোঃ মবিন। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, সাংবাদিক সফিকুল আলম জুয়েল প্রমূখ।
অনুষ্ঠানে ১০২ জনকে ক্ষতিগ্রস্থ, দুস্থ, অসহায়, অতিদরিদ্রের মধ্যে বিনামূল্যে মানবিক সহায়তায় ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।#