July 18, 2025, 8:48 pm
মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল সরকারি সাঈদ আলতাফুনেছা কলেজ মাঠে দুইদিন ব্যাপী আয়োজিত এ বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্পে শুক্রবার সকাল দশটা মাননীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি মহোদয়ের সভাপতিত্বে কার্যক্রম শুরু হয়ে জুমার নামাজ পর জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন-মাননীয় সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. সামছুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন-মাননীয় হুইপ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, জেলা পুুলিশ সুপার, পুলিশ সদস্যবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারি কমিশনার (ভূমি), স্কাউটবৃন্দ, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধাসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
আয়োজক ও ব্যবস্থাপনা কমিটির আহবায়ক হুইপের একান্ত সচিব মো: তোফাজ্জল হোসেন শিক্ষক ক্যাম্প বিষয়ে জানান, শিক্ষকদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার মান উন্নোয়নে শিক্ষকদের ভাবনা গুলোকে শেয়ার করা ও কাজে লাগানো মূলত শিক্ষক সমাবেশের লক্ষ্য ও উদ্দেশ্য। বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্প আয়োজনের চিন্তা ভাবনা সম্পর্কে বলেন, শিক্ষার মান্নোয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশি। কিন্তু শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকায় শিক্ষার মান কাঙ্খিত পর্যায়ে নেওয়া সম্ভব হচ্ছে না। কোন কোন শিক্ষক ভালো আইডিয়া নিয়ে কাজ করলেও সেই অভিজ্ঞতা শেয়ার করার প্লাটফর্ম নেই। সে কারণে এ বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্পের আয়োজন করা হয়েছে। যেখানে শিক্ষকরা অভিজ্ঞতা বিনিময় ও জ্ঞান অর্জনের সুযোগ পাবে। জেলার সার্বিক শিক্ষার মান উন্নয়নে সমাবেশে অংশ গ্রহণকারী শিক্ষকরা এখানে একটি সুপারিশমালা তৈরি ও উপস্থাপন করবেন।
প্রধান অতিথির তাঁর বক্তব্যে বলেন- শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে সকল শিক্ষকবৃন্দের নিকট আহবান জানান।
১। প্রাথমিক উচ্চ বিদ্যালয় সরকারি শিক্ষক ৯৯০ জন। ২। উচ্চ বিদ্যালয় সরকার শিক্ষক ৫৪ জন ও বেসরকারি শিক্ষক ৬৯০ জন, উচ্চ বিদ্যালয়ের মোট শিক্ষক ৭৪৪ জন। ৩। মাদ্রাসার শিক্ষক ৭০১ জন। ৪। কলেজ সরকারি শিক্ষক ১৯৯ জন ও বেসরকারি শিক্ষক ২৭০ জন, কলেজের মোট শিক্ষক ৪৬৯ জন। ৫। সর্বমোট শিক্ষক ২৯০৪ জন উপস্থিত আছেন বলে জানা যায়।
০৪ মার্চ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন শিক্ষা মন্ত্রনালয়ের মন্ত্রী ডা: দীপু মনি এমপি, বিশেষ অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন এমপিসহ শিক্ষা বিভাগীয় উর্ধতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। নতুন ধারনা নিয়ে আয়োজিত বঙ্গবন্ধু শিক্ষক সমাবেশকে ঘিরে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার শিক্ষকদের মধ্যে একটি উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।