May 30, 2023, 9:05 pm
রিপন ওঝা,মহালছড়ি
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে আজ ২রা মার্চ ২০২৩ রোজ বৃহস্পতিবার সকাল ১০.৩০ঘটিকায় উপজেলা টাউন হলে মহালছড়িতে ৫ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সুসমিকা চাকমা সঞ্চালনায় বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা এবং তিনিই উক্ত দিবসের সভাপতিত্ব করেন।
উক্ত দিবসে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি কমিশনার মোঃ আব্দুলাহ খায়রুল ইসলাম চৌধুরী ও উপজেলা প্রেসক্লাব সভাপতি দীপক সেন, খাদ্য কর্মকর্তা, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেই সাথে নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর মোঃ বিপ্লব হোসাইন, ডাটা এন্ট্রি অপারেটর সুর্নিমল চাকমা, স্ক্যানিং অপারেটর মোঃ বিপ্লব হোসাইন সভায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীগণ অংশগ্রহণ করেন।