June 7, 2023, 11:53 am
আবু জাহেদ,পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মকবুল হোসেন (৪৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতবুধবার (১ মার্চ) উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া সটাপীর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে । সত্যতা নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ। গ্রেপ্তারকৃত মাদক কারবারি মকবুল হোসেন ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া সটাপীর গ্রামের মৃত: দবির উদ্দিনের ছেলে ।
পরিদর্শক ফরহাদ আকন্দ জানান, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপনে খবর পেয়ে পীরগঞ্জ উপজেলার সেনুয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আটক মাদক কারবারির মকবুলের বাড়ী তল্লাশীকালে ১০১ পিস ইয়াবা উদ্ধার পূর্বক তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করে আসামীকে পীরগঞ্জ থানা পুলিশের হেফাজতে প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।
আবু জাহেদ
পীরগঞ্জ ঠাকুরগাঁও