June 7, 2023, 1:07 pm
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা নির্বাচন অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
“ভোটার হব নিয়ম মেনে-ভোট দিব যোগ্য জনে” এ প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার (২ মার্চ) সকালে জেলা নির্বাচন অফিস চত্ত্বর থেকে একটি শোভাযাত্যা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে গিয়ে হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের কায্যালয়ের ডিডি এলজি মো: আজহারুল ইসলাম। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফয়জুল মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম, পৌর মহিলা সংরক্ষিত কাউন্সিলর খাদিজা পারভীনসহ অনেকে উপস্থিতি ছিলেন।
পরে প্রধান অতিথি শতাধিক মানুষের হাতে তাদের জাতীয় পরিচয়পত্রে ভোটার কার্ড তুলে দেন।