June 7, 2023, 1:17 pm
নিজস্ব প্রতিবেদকঃ-
পঞ্চম শ্রেণিতে বৃত্তি প্রাপ্ত মাশাপি ইসলাম নুর বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাশাইল হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।মাশাপি ইসলাম নুরের বাবা বি এম মনির হোসেন আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক বাংলাদেশের আলো, বরিশালের আঞ্চলিক দৈনিক হিরন্ময় পত্রিকার আগৈলঝাড়া প্রতিনিধি এবং মাশাপি ইসলাম নুরের মা গৃহিনী। মাশাপি ইসলাম নুরের মা জানান আমার মেয়ে লেখা পড়ায় মনোযোগী ও বাশাইল হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান অত্যন্ত সন্তোষজনক হওয়ায় আমর মেয়ে বৃত্তি পেয়েছে। এ সকল কৃতিত্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম জাকির হোসেন ও সহকারী শিক্ষিকা রেশমা পারভীনসহ সকল শিক্ষক শিক্ষিকাদের। আমার মেয়ে মাশাপি ইসলাম নুরের ভবিষ্যৎ পরিকল্পনা সে একজন শিক্ষিকা হবে। আমার মেয়ের জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই মাশাপি ইসলাম নুরকে জেনো আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারি। মাশাপি ইসলাম নুরের মা আরো জানান প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম জাকির হোসেন আমার মেয়ে বৃত্তি পেয়েছে সেই খবর দিয়েছেন এরই মধ্যে কারিগরি ত্রুটির কারণে ফলাফল প্রকাশের আট ঘন্টা পরেই সেই ফলাফল স্থগিত করে ১মার্চ সন্ধ্যায় নতুন ফলাফল প্রকাশ করে মন্ত্রনালয়। সংশোধিত ফলাফলেও মাশাপি ইসলাম নুর বৃত্তি প্রাপ্তি নিশ্চিত হয়। আমাদের পরিবার আনন্দিত।