June 7, 2023, 1:21 pm
মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি।
প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে ও স্মার্ট লাইভস্টক,স্মার্ট বাংলাদেশ” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির জেলার পানছড়ি উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ- ২০২৩ পালিত হয়েছে।
বুধবার (১লা মার্চ) সকাল ১০টা ৩০ এর সময় পানছড়ি সূতকর্মা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে
এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এই সময় খামারী সমাবেশ ও স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠানে পানছড়ি উপজেলার নির্বাহী অফিসার জনাব রুবাইয়া আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব চন্দ্রদেব চাকমা।
এই সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মনিতা ত্রিপুরা, সহকারী শিক্ষা অফিসার এডিন চাকমা ও সঞ্চয়ন চাকমা,সূতকর্মা পাড়া সরকারী প্রাথিমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বৃন্দাদেবী চাকমা।
স্কুল ফিডিং কর্মসূচিতে প্রায় ১০০ জন শিক্ষার্থীদের দুধ ও ডিম খাওয়ানো হয় এবং খামারী সমাবেশে উপস্থিত প্রায় ৫০ জন খামারীদের মাঝে গবাদিপশুর কৃমিনাশক ঔষধ বিতরণ করা হয়। প্রাণিসম্পদ সেবা সপ্তাহ- ২০২৩ উদযাপনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডা. সমাপন চাকমা।
এই সময় বক্তারা বলেন: স্মার্ট লাইভ স্টক, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য অবশ্যই যে সকল খামারি আছে তাদের উচিত হবে ভালো ভাবে প্রশিক্ষণ নিয়ে হাস মুরগি ও গরুর খামার গড়ে তোলার মাধ্যমে নিজেকে ও পরিবারকে স্বাবলম্বী করে তোলা সম্ভব হবে।যার ফলে আর্থিক স্বচ্ছলতা আসবে।
জানা যায়,প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, পানছড়ি ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ সপ্তাহব্যাপী র্যালী ও খামারী সমাবেশ, উপকরণ বিতরণ, স্কুল ফিডিং প্রোগ্রাম, উঠান বৈঠক, ভ্যাকসিনেশন ক্যাম্পেইন, ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে।