September 18, 2024, 7:21 am
মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি সমৃদ্ধি ও প্রবীণ কর্মসূচির আওতায় নেজামপুর ইউনিয়নের উন্নয়নে যুবসমাজ, সমৃদ্ধি শিক্ষা কেন্দ্রের ছাত্র ছাত্রী, প্রবীণ সদস্য ও অভিভাবকদের অংশগ্রহণে ইউনিয়ন পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।
প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় আজ সোমবার দিনব্যাপী নেজামপুর উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র ছাত্রীদের খেলাধুলা ও প্রবীণদের পার্ফামেন্স অনুষ্ঠিত হয়।
বিকেল ৪টার দিকে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক ও গৌড় বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক হাসিব হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা (পিকেএসএফ) এর সহকারী ব্যবস্থাপক গোলাম রাব্বানী, নাচোল মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কাশেম ওবাইদ, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি সমৃদ্ধি কর্মসূচির ফোকাল পার্সন তাকিউর রহমান, উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইব্রাহিম মন্ডল।
আলোচনা শেষে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পক্ষ থেকে ৫জন শ্রেষ্ঠ প্রবীণ পিতা, ৫জন শ্রেষ্ঠ সন্তান, ৪জন অচল বৃদ্ধাকে হুইল চেয়ার ও খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বাদশা।
পরে সাংস্কৃতিক ও সন্ধ্যায় গুম্ভীরা অনুষ্ঠিত হয়।