September 9, 2024, 5:29 pm
মোল্লা মোঃ এম এ রানা নাটোর প্রতিনিধিঃ
দ্রব্যমুল্যের ক্রমাগত উধর্বগতি,পাঠ্যপুস্তক হতে ধর্ম ও জাতি সত্বা বিরোধী বিতর্কিত বিষয় সমুহ বাতিল ও শিক্ষার সর্বস্তরে ধর্মীও শিক্ষা বাধ্যতামুলক করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখা।
শুক্রবার জুম্বা নামায পর একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের মাদ্রাসা মোড়, বালুয়াবাসুয়া মোড় প্রদক্ষিণ করে বাসষ্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। এখানে সমাবেশে বক্তব্য দেন, মাওলানা আঃ ছালাম সভাপতি ইসলামি আন্দোলন, মাষ্টার মোঃ শাহ্ ওলিউল্লাহ, ছেলিম মাষ্টার সাঃ সম্পাদক ইসলামি আন্দোলন বাংলাদেশ, মোঃ আরিফুল ইসলাম সভাপতি ইসলামি যুব আন্দোলন, মাওলানা আঃ কুদ্দুস সাধারণ সম্পাদক ইসলামি যুব আন্দোলন, মুফতি আব্দুলাহ্ কাসেমী মহতামিম হামিদিয়া ইসলামিয়া মাদরাসা, মাওলানা মাজহারুল ইসলাম সভাপতি বাংলাদেশ মুজাহিদ।