September 17, 2024, 2:10 am
মোঃ শাহ আলম,ষ্টাফ রিপোর্টারঃ
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল কলেজ পাড়ায় (শুক্রবার২৪ ফেব্রুয়ারি) বিকাল তিনি টার দিকে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মোঃ হাসেন ৬৫,মোঃ হাসমত ৫০,মোঃ আনিছ ৪৫,ও মিনারুল পিতা মৃত কিয়ামত মোল্লার চার ছেলের বসত বাড়িতে অগ্নিকান্ডে দশটি বাড়ি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ কমপক্ষে ৮ থেকে ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে জানা যায় । এতে তার বাড়ির সেমি পাকা দশটি ঘরে দ্রুত আগুন লেগে যায়। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায় বিদ্যুৎ শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত বলে ধারণা করে।
এ সময় ৩নং জোনাইল( ইউপি) চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ জানান, শুক্রবার বিকাল তিনটার দিকে বড়াইগ্রাম উপজেলার কলেজ পাড়া গ্রামের মৃত কিয়ামত মোল্লার চার ছেলের দশটি ঘর অগ্নিকাণ্ডে আট থেকে দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় আরো বলেন আমি সরেজমিনে গিয়ে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে খাবার জন্যা চাউল ও পোশাক দিয়েছি।