September 10, 2024, 8:30 am
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বঙ্গ আসামের তরিকতের চাঁদ মুহিউল কুলুব মাহবুবে রহমানী ইমামুত তরিকত হযরত শাহ সূফী সৈয়দ মাওলানা আমজাদ আলী আল হাসানী আল কদমী (র.) এর ১১৪তম ফাতেহা শরীফ উদযাপন করা হয়েছে। উপজেলার শেখরনগর ইউনিয়নের উত্তর পাউসার গ্রামে দরবারে শাহে কদমী পাউসার শরীফে গতকাল বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে গদিনশীন মোতোয়ালী আওলাদে রাসূল শাহ সূফী সৈয়দ মাওলানা আ.হ.ম. মাহবুব উল্লাহ আল হাসানী আল কদমীর নেতৃত্বে দেশ বিদেশের শত শত ভক্ত আশেকান মুরিদানদের নিয়ে দরবার শরীফে জিকির আজকার ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে দিনটি পালিত হয়। শুক্রবার বাদ ফজর নামাজ শেষে বিশ্ব মুসলিমদের জন্য শান্তি করে বিশেষ দোয়ার মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয়।