September 21, 2024, 3:15 am
রক্সী খান মাগুরা প্রতিনিধি : আজ মাগুরা জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে তারুণ্যের চোখে বঙ্গবন্ধু শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজনে সভাপতিত্ব করেন ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি শারফুল আলম তানিন।সাধারণ সম্পাদক মুনিয়া আক্তার যুথীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো: হেদায়েত উল্লাহ তুর্কী, ডেপুটি রেজিস্ট্রার মো: আলতাফ হোসেন, ডেপুটি রেজিস্ট্রার মো: জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মো: মোক্তার হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো: সাখাওয়াত হোসেন শামীম, ব্যাবসায়ি ও সমাজসেবক মীরান রহমান, ছাত্র কল্যাণের সাবেক সভাপতি অর্নব, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল রিজভী, চ্যানেল আইয়ের সিনিয়র ফটোগ্রাফার শাহীনুর ইসলাম, সার্বিক সহযোগিতা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মো: ফয়জুর রহমান চৌধুরী ফরিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: মফিজুল ইসলাম বিপ্লব, তরুণ আওয়ামী লীগ নেতা মো: বিল্লাহ হোসেন , জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা শরিফুল ইসলাম। নৃত্য পরিবেশন করেন কাকন চৌধুরী ও হেদায়েত উল্লাহ তুর্কী কবিতা আবৃত্তি করেন রিয়া, গান পরিবেশন করেন নাদিয়া আফরিন মৌরি। অনুষ্ঠানে অনলাইনে শুভেচ্ছা জানিয়েছেন অধ্যাপক ড. অশোক কুমার সাহা, সাবেক প্রক্টর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক, পরিবহন প্রশাসক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মো: মঞ্জুর হোসেন, সহকারী পরিচালক, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সুমন কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, ম্যানেজমেন্ট বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সোনিয়া পারভীন, প্রভাষক, বাংলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। রচনা প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছেন ইমন শেখ, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন মো: হাবিবুল্লাহ, তৃতীয় পুরস্কার পেয়েছেন ফজলে রাব্বি, চতুর্থ পুরস্কার পেয়েছেন ফাহমিদা সুলতানা লিমা, পঞ্চম পুরস্কার পেয়েছেন হাসিবুল হাসান প্রিন্স এবং ষষ্ঠ পুরস্কার পেয়েছেন শাহীন মিয়া। অতিথিবৃন্দ নবীনদের ফুল দিয়ে বরণ করেন এবং তাদের জন্য শুভকামনা জানান।
রক্সী খান,মাগুরা।