September 20, 2024, 12:07 am
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামী লীগ ও তার বিভিন্ন সহযোগী সংগঠন, বিএনপি ও তার বিভিন্ন সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে এ দিবস পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও শহিদদের স্মরণে দোয়া মাহফিল।
কালীগঞ্জ উপজেলা শহিদ মিনারে সমাজ কল্যান মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহম্মেদ এম পি এর, ও উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ইসরাত জাহান ছনি, কালীগঞ্জ থানার ওসি এ টি এম গোলাম রসুল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা খাতুন, উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুর রাজ্জাক,সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও তার বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে ও কালীগঞ্জ উপজেলা বি এন পি ও তার বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে,জাতীয় পার্টির
সহযোগী সংগঠনের সহ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
কালীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, প্রেস ক্লাব,রিপোর্টার্স ক্লাব,বাংলাদেশের প্রেস ক্লাবের পক্ষ থেকে ও বিভিন্ন এন জিও প্রতিষ্ঠান, বিভিন্ন সমিতি, ক্লাব, রাজনৈতিক, সামাজিক, সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।