September 17, 2024, 2:46 am
এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের স্বাগতা গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র(কম্বল), চাল এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে এ সহায়তা প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম। এ সময় পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা মর্জিনা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ,সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি