September 10, 2024, 8:22 am
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) রাত ১২ টা ১ মিনিটে উপজেলা শহীদ মিনারের বেদিতে ভাষা শহীদদের পুষ্পস্তবক অর্পণ ও এর পরবর্তীতে সকল ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরাবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সমীর দত্ত চাকমা, উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা,অফিসার ইনচার্জ হারুনুর রশীদ,পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মোমিন,সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,যুগ্ন সাধারণ সম্পাদক উত্তম কুমার দেব,খগেন্দ্র ত্রিপুরা,দপ্তর সম্পাদক নিখিল চৌধুরী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উৎপল চৌধুরী (উজ্জ্বল),সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওবায়দুল হক আবাদ,সাংগঠনিক সম্পাদকগণ,আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি অরুণ শীল,উপজেলা যুবলীগের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক নাজির হোসেন,ছাত্রলীগের সাবেক সভাপতি শ্রীকান্ত দেব মানিক,বর্তমান সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সহ বিভিন্ন অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।