September 10, 2024, 6:41 am
মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর উপজেলা প্রতিনিধি)
বরিশালের উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে উজিরপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন সংসদ সদস্য, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ,পৌরসভা, মডেল থানা, বীরমুক্তিযোদ্ধা, প্রেসক্লাব, বি.এন.খান কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিএনপি, ওয়ার্কার্স পার্টি, মুক্তিযোদ্ধা প্রজন্ম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য এস.এম. জামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ শওকত আলী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল ,প্যানেল মেয়র মোঃ রিপন মোল্লা,যুবলীগের প্রচার সম্পাদক মোঃ বাবুল সিকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি বাবু অসীম ঘরামী,সাধারন সম্পাদক জালিছ মাহমুদ শাওন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা, ফায়ার সার্ভিস, ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।