September 21, 2024, 3:13 am
মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বৌলতলী ইউনিয়নে পয়শা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রশিদ শিকদার। পয়শা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মো মোস্তফা কামালের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌলতলী ইউপি চেয়ারম্যান হাজী আঃ মালেক শিকদার, আওলাদ হোসেন তালুকদার, মোঃ নূর হোসেন মোল্লা সাধু, আলী আর্শাদ তালুকদার, মোক্তার হোসেন মোড়ল, দেলোয়ার হোসেন দেওয়ান, মোঃ আরিফ হোসেন বেপারী, আল আমিন প্রমুখ।