September 10, 2024, 6:35 am
এম এ আলিম রিপন,সুজানগর ঃ বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নিমূল, অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার ২০ ফেব্রুয়ারী-২০২৩ সারা দেশের ন্যায় পাবনার সুজানগরেও জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। এ উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে রবিবার অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব এর সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ এর স ালনায় অবহিতকরণ ও পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। অন্যদের মাঝে বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ও উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, শিশুদের রাতকানা, হাম, দীর্ঘমেয়াদি ডায়রিয়া, মারাত্মক অপুষ্টি থেকে রক্ষা করতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন করছে সরকার। আগামী প্রজন্মকে সুস্থ সবলভাবে বেড়ে উঠতে সরকারের এ কার্যক্রম সফল করতে হবে। কোন শিশু যেন এ কার্যক্রমের আওতায় বহির্ভূত না থাকে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব জানান, এ দিবসে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া সুজানগর উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠ ও সফলভাবে বাস্তবায়নে ইতিমধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।